জন্মনিয়ন্ত্রণ বড়ি নারীদের জন্য গর্ভধারণ প্রতিরোধের একটি বহুল ব্যবহৃত ও কার্যকর পদ্ধতি। আচ্ছা জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে কি মোটা হয় মানুষ? অনেকেই ধারণা করেন যে এই বড়ি খাওয়ার পর ওজন বেড়ে যায়, আবার কেউ কেউ এরকম অভিজ্ঞতার কথাও জানান। তবে বাস্তবে দেখা যায়, জন্মনিয়ন্ত্রণ বড়ি সরাসরি স্থায়ীভাবে মোটা হওয়ার কারণ নয়। কিছু ক্ষেত্রে হরমোনজনিত কারণে সাময়িকভাবে ওজন কিছুটা বাড়তে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়।
তাই এই বড়ি ব্যবহার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে ঠিক ঠিক কারণে মানুষ মোটা হয় তা জেনে রাখা দরকার। এ সময় মোটা হওয়া স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে ওজন বৃদ্ধি পাওয়া চিন্তার কারণও হতে পারে। তাই বিস্তারিত জানতে হলে পুরো লেখাটি পড়ুন।
আরও পড়ুনঃ নরপিল ১ এর কাজ কি? Norpill 1 পিল খাওয়ার নিয়ম
জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে কি মোটা হয় মানুষ?
আধুনিক জন্মনিয়ন্ত্রণ বড়িগুলোর বেশিরভাগেই হরমোনের মাত্রা তুলনামূলকভাবে কম থাকে, যার ফলে সরাসরি মেদ জমার সম্ভাবনা খুবই সীমিত। তবে কিছু ক্ষেত্রে বড়ির হরমোন শরীরে সামান্য পরিবর্তন আনতে পারে, যা অস্থায়ীভাবে ওজন বাড়ার কারণ হতে পারে। তবে অনেক নারীই ধারণা করেন জন্মনিয়ন্ত্রণ পিল খেলেই ওজন বেড়ে যায়। তবে এটি সবার ক্ষেত্রে ঘটে না। কিছু কিছু নারী জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া শুরু করার পর তাদের ওজন কিছুটা বেড়ে যায় যদিও এটি জন্মনিয়ন্ত্রণ পিলের অস্থায়ী একটি পার্শ্ব-প্রতিক্রিয়া।
জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের ফলে শরীরে হরমোনের পরিমাণ বিশেসভাবে পরিবর্তিত হয়। হরমোনের এই পরিবর্তন খাদ্যাভ্যাস, পানির ধারণ এবং মেটাবলিজমকে অনেক বেশি প্রভাবিত করতে পারে, যার ফলে ওজন বৃদ্ধি হতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি শরীরে জল ধারণের মাত্রা অনেক বেশি বাড়াতে পারে, যা কিছু মহিলার ক্ষেত্রে ওজন অনেক বৃদ্ধির অনুভূতি তৈরি করে। তবে এটি সাধারণত শরীরের ভিতরের অতিরিক্ত পানি, যা এই বড়ি বন্ধ করলে কমে যেতে পারে।
জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে মানুষ কেন মোটা হয়?
জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার ফলে ওজন কিছুটা বেড়ে যাওয়ার পেছনে সরাসরি স্থায়ী চর্বি জমার ভূমিকা না থাকলেও শরীরের ভেতরের হরমোন পরিবর্তনের কারণে কিছু প্রভাব দেখা দিতে পারে। এগুলো মূলত সাময়িক এবং অনেক ক্ষেত্রেই সময়ের সাথে সাথে কমে যায়। নিচে কারণ গুলো উল্লেখ করা হলোঃ
-
খাবারের রুচি বৃদ্ধি পাওয়া
কিছু জন্মনিয়ন্ত্রণ বড়ি শরীরের বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। হরমোনের ওঠানামার কারণে অনেক সময় ক্ষুধা বেড়ে যায় বা বেশি খাওয়ার ইচ্ছা তৈরি হয়। এর ফলে স্বাভাবিকের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করা হয়, যা দীর্ঘ সময় চলতে থাকলে সত্যিই শরীরে চর্বি জমার কারণ হতে পারে। তবে এটি প্রত্যেকের ক্ষেত্রে একরকম হয় না; কারও কারও ক্ষেত্রে একেবারেই ক্ষুধার কোনো পরিবর্তন দেখা যায় না।
-
পানি জমা হওয়া
জন্মনিয়ন্ত্রণ বড়িতে থাকা হরমোন শরীরের কোষ ও টিস্যুতে পানি ধরে রাখার প্রবণতা বাড়ায়। এর ফলে শরীরে সাময়িকভাবে ফোলাভাব বা ওজন বৃদ্ধি দেখা দিতে পারে। এই ওজন আসলে শরীরের চর্বি বাড়ার কারণে নয়, বরং অতিরিক্ত পানি জমে থাকার কারণে হয়। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে শরীর নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিলে এই পানি জমার সমস্যা কমে আসে এবং ওজনও স্বাভাবিক হয়ে যায়।
-
হরমোনের ভারসাম্য
জন্মনিয়ন্ত্রণ বড়ি শরীরের প্রাকৃতিক হরমোন চক্রকে সাময়িকভাবে পরিবর্তন করে দেয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা বাড়া কমার কারণে শরীরের স্বাভাবিক হরমোন ভারসাম্য কিছুটা ব্যাহত হয়। এর প্রভাব হিসেবে কারও কারও শরীরে চর্বি জমার প্রবণতা দেখা দেয়। তবে এই পরিবর্তনও অধিকাংশ সময় সাময়িক এবং বড়ি বন্ধ করার পর স্বাভাবিক হয়ে যায়।
জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করার সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে কী করা উচিত?
যদিও বেশিরভাগ নারীর ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার সময় ওজনের বড় কোনো পরিবর্তন হয় না, তবুও সুস্থ জীবনধারা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সহজ উপায় অনুসরণ করা যেতে পারে।
নিয়মিত ব্যায়াম শরীরে জমে থাকা অতিরিক্ত পানি ও ক্ষুধার পরিবর্তনের কারণে সামান্য বেড়ে যাওয়া ওজন সামঞ্জস্য করতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান শরীর থেকে অতিরিক্ত তরল বের করে দেয়, ফলে ফোলাভাব ও অস্বস্তি কমে যায়। খাবারের ক্ষেত্রে গোটা শস্য, প্রোটিন, তাজা শাকসবজি ও ফলের প্রতি জোর দিন, যা শরীরকে পুষ্ট রাখার পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি নিজের ওজনে পরিবর্তন লক্ষ্য করুন এবং যদি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
FAQs
জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পর কি সবার ওজন বাড়ে?
না, জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পর সবার ওজন বাড়ে না। কারো কারো হরমোনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে পরিবর্তিত হয়, আবার কারো কারো খাবারের রুচি অনেক বেড়ে যায়। এর ফলে ওজন বাড়তে থাকে। তবে এমন অনেকেই আছেন যারা পিল খাওয়ার পরও মোটা হন না বা তাঁদের ওজন স্বাভাবিকই থাকে। তাই জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলেই সবাই মোটা হয়ে যাবে এমনটা ভাবার কোন কারণ নেই।
জন্ম নিয়ন্ত্রণ বড়ি কি শরীরকে স্থায়ীভাবে মোটা করে?
জন্ম নিয়ন্ত্রণ বড়ি শরীরকে স্থায়ীভাবে মোটা করে না। এই ধরনের বড়ি থেকে যদি ওজন সামান্য বাড়েও, তবে তা সাধারণত শরীরে পানি জমা হওয়ার কারণে হয়, মেদ বৃদ্ধির জন্য নয়। দীর্ঘমেয়াদী ওজন বৃদ্ধি সাধারণত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং জীবনযাত্রার অন্যান্য কারণের ওপর নির্ভর করে।
জন্মনিয়ন্ত্রণ বড়ি বন্ধ করার পর ওজন কি আবার স্বাভাবিক হয়ে যায়?
হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই জন্মনিয়ন্ত্রণ বড়ি বন্ধ করার পর ওজন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বড়ি বন্ধ করলে শরীরের হরমোন ভারসাম্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং পানি জমে থাকা কমে যায়। ফলে ওজনও আগের মাত্রায় চলে আসে। তবে যদি ওজন বৃদ্ধি খাবারের রুচি বাড়ার কারণে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফলে হয়, তাহলে খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ড ঠিক না করলে সেই ওজন কমতে সময় লাগতে পারে।
জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার সময় কোন ধরনের খাদ্য বেশি খেলে ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে?
জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার সময় কিছু ধরনের খাদ্য বেশি খেলে ওজন সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। সাধারণত এতে ভূমিকা রাখে অতিরিক্ত ক্যালোরি, চর্বি ও চিনি সমৃদ্ধ খাবার। এই ধরনের খাবার নিয়মিত বেশি খেলে বড়ির হরমোনজনিত সাময়িক পানি জমার সঙ্গে মিলিয়ে সামান্য ওজন বৃদ্ধি দেখা দিতে পারে। তাই বড়ি খাওয়ার সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।