Fexo 120 কেন খায়? পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম জেনে নিন

আজকের ব্যস্ত জীবনে অ্যালার্জির সমস্যা অনেকের জন্য একটি সাধারণ কিন্তু বিরক্তিকর স্বাস্থ্যগত অসুবিধা। হাঁচি, নাক বোঁঝানো, চোখ লাল হওয়া, চুলকানি বা শ্বাসকষ্ট এসব উপসর্গ দৈনন্দিন জীবনকে অসুবিধাজনক করে তোলে। এই ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে Fexo 120 একটি কার্যকর ওষুধ হিসেবে পরিচিত। Fexo 120 ব্যবহার করলে এই উপসর্গগুলো দ্রুত উপশম পায়, ফলে রোগী স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। 

আমরা এর আগে বিভিন্ন প্রকার ঔষধ সম্পর্কে আর্টিকেল প্রকাশ করেছিলাম। দৈনন্দিন জীবনে আমাদের প্রায়ই কিছু কমন ঔষধের প্রয়োজন হয়। তাই এগুলো সম্পর্কে জেনে রাখা সবথেকে ভালো। আজকে আমরা আপনাদের জানাবো Fexo 120 কেন খায়, পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। 

আরও পড়ুনঃ Doxicap 100 কেন খায়? Doxicap 100 mg খাওয়ার নিয়ম

Fexo 120 কি কাজ করে? 

Fexo 120 একটি ঔষধ, যার সক্রিয় উপাদান ফেক্সোফেনাডিন। এটি মূলত অ্যালার্জির লক্ষণ উপশম করার জন্য ব্যবহৃত হয়। Fexo 120 একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ, যা শরীরে হিস্টামিন নামক রাসায়নিকের কার্যকারিতা ব্লক করে। হিস্টামিন হলো শরীরের প্রাকৃতিক পদার্থ, যা অ্যালার্জিক প্রতিক্রিয়ার সময় বৃদ্ধি পায়। Fexo 120 হিস্টামিনের প্রভাবে বাধা দিয়ে, নাক বোঁঝানো, হাঁচি, চুলকানি, চোখ লাল হওয়া ইত্যাদি অ্যালার্জির প্রভাব কমাতে সাহায্য করে।

Fexo 120 কতক্ষণ কাজ করে?

Fexo 120 সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত কাজ করে। এটি সেবনের পর ১ থেকে ২ ঘণ্টার মধ্যে এর কার্যকারিতা শুরু হয় এবং প্রায় ২ থেকে ৩ ঘণ্টা পর এটি সর্বোচ্চ কার্যকারিতায় পৌঁছায়। ওষুধটির এই দীর্ঘস্থায়ী কার্যকারিতার কারণে এটি দিনে মাত্র একবার গ্রহণ করার প্রয়োজন হয়, যা রোগীদের জন্য বেশ সুবিধাজনক। 

Fexo 120 খাওয়ার নিয়ম কি? 

Fexo ওষুধ ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং বয়স অনুযায়ী ডোজ ভিন্ন হয়। সঠিক ও নিরাপদ ব্যবহারের জন্য সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়াই উত্তম। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা, রোগের প্রকৃতি এবং অন্যান্য ওষুধের সঙ্গে সম্ভাব্য প্রভাব বিবেচনা করে সঠিক ডোজ নির্ধারণ করবেন।

সাধারণভাবে ধারণা অনুযায়ী, যাদের বয়স ৬ থেকে ১১ বছর, তারা দিনে সর্বোচ্চ দুইবার ৩০ মিলিগ্রাম করে Fexo নিতে পারেন। যাদের বয়স ১১ বছরের উপরে, তারা সাধারণত দিনে একটি ট্যাবলেট নিতে পারেন এবং প্রয়োজনে সর্বোচ্চ দুটি ট্যাবলেট ব্যবহার করা যায়। নিরাপদ ও কার্যকর ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Fexo 120 এর পার্শ্বপ্রতিক্রিয়া কী কী? 

Fexo 120 ব্যবহারের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত মাথাব্যথা, ঘুম আসা, মুখ শুকানো, অসুস্থ বোধ করা এবং মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ হতে পারে। কখনও কখনও কাশি, জ্বর বা পেটে হালকা ব্যথাও দেখা দিতে পারে।

কানের সমস্যা যেমন কানে ব্যথা বা শ্রবণে অসুবিধা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। Fexo 120 কিছু ক্ষেত্রে গুরুতর অ্যালার্জি সৃষ্টি করতে পারে। যদি আপনার অ্যালার্জি থাকে বা শ্বাস নিতে কষ্ট হয়, তবে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।

Fexo 120mg সচেতনভাবে ব্যবহারে সাধারণত কোনো বড়ো সমস্যা হয় না। গর্ভবতী নারীদের অবশ্যই ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু ক্ষেত্রে ঘুমজনিত সমস্যা দেখা দিতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

Fexo 120 ঔষধের দামঃ

Fexo 120 tablet price

ফেক্সো ১২০ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পরিচিত ওষুধ, অনেকেই এর দাম সম্পর্কে জানতে আগ্রহী। এক পাতা ফেক্সোফেনাডিন ১২০এ ১০টি ট্যাবলেট থাকে এবং এর দাম ৯০ টাকা। অর্থাৎ, প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় ৯ টাকা। এক বক্সে ৫ পাতা থাকে, ফলে পুরো বক্সের দাম দাঁড়ায় ৪৫০ টাকা। আপনি বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে এই দামে ফেক্সোফেনাডিন ১২০ কিনতে পারবেন, তবে সময় ও অবস্থান অনুযায়ী এর দাম কিছুটা কমবেশি হতে পারে। এমনকি এখ অনলাইনেও এই ঔষধটি পাওয়া যাচ্ছে। তবে অনলাইন থেকে কেনার আগে দাম, ডেলিভারি চার্জ ইত্যাদি বিবেচনা করে তারপর কেনা উচিত। 

FAQs

Fexo 120 অন্য ওষুধের সঙ্গে একসাথে নেওয়া যায় কি?

Fexo 120 অন্যান্য ওষুধের সঙ্গে নেওয়া যায়। তবে কিছু ওষুধ, যেমন ঘুমের ওষুধ, অন্যান্য অ্যান্টিহিস্টামিন বা ডিপ্রেশনের ওষুধ একসাথে নেওয়ার সময় অতিরিক্ত ঘুম, মাথা ঘোরা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়া হৃৎপিণ্ডের বা লিভারের ওষুধের সঙ্গে Fexo 120 নেওয়ার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। এক্ষেত্রে নিজের ইচ্ছামত এটি খাওয়া চলবে না। সর্বদা মনে রাখতে হবে, Fexo 120 ব্যবহার করার আগে আপনি অন্য কোনো ওষুধ নিচ্ছেন কি না তা অবশ্যই ডাক্তারকে বলবেন, তিনি সেই অনুযায়ী আপনার ডোজ নির্ধারণ করে দিবেন।

Fexo 120 এর সাথে কী ধরনের খাবার এড়িয়ে চলা উচিত?

Fexo 120 সেবনের সময় কিছু নির্দিষ্ট ধরনের খাবার বা পানীয় এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলো এই ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে, আঙ্গুর, কমলা, আপেল এবং অন্যান্য টক ফলের রস দিয়ে ওষুধটি খাওয়া উচিত নয়। এই ধরনের ফলের রস ওষুধের শোষণে বাধা দেয়, যার ফলে এটি ঠিকভাবে কাজ করতে পারে না। ওষুধটি সবসময় সাধারণ পানি দিয়ে সেবন করা উচিত। 

গর্ভবতী বা স্তন্যদানরত মহিলারা Fexo 120 নিতে পারেন কি?

গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মায়েদের জন্য Fexo 120 নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে যে কোনো ঔষধ সেবন করলে তা কেবল মায়ের নয়, শিশুর স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। কিছু ঔষধ গর্ভের শিশুর বৃদ্ধি বা বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে, আবার স্তন্যদানে ঔষধের রাসায়নিক পদার্থ শিশুর দেহে প্রবেশ করতে পারে। তাই এই সময় Fexo 120 ওষুধসচেতনভাবে ব্যবহার করলে মা এবং শিশুর জন্য নিরাপদ থাকা যায়।

Fexo 120 খাওয়ার ক্ষেত্রে কি সতর্কতার প্রয়োজন আছে? 

হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। যেসব রোগীর উচ্চ রক্তচাপ আছে, ফেক্সোফেনাডিনে অ্যালার্জি আছে, কিডনির সমস্যা রয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত, হৃদরোগী, গর্ভবতী মহিলা এবং বয়স্ক ব্যক্তি – এ ধরনের রোগীদের জন্য Fexo ব্যবহার করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। 

Author

  • ডাঃ তানহা একজন নিবেদিতপ্রাণ মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। অভ্যন্তরীণ রোগ ও নারীস্বাস্থ্য বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য প্রচারে বিশ্বাসী। Emergencypillbd.com-এ তিনি নিয়মিতভাবে প্রেগন্যান্সি, পিরিয়ড, ইমার্জেন্সি পিল এবং নারীস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ লেখা শেয়ার করে থাকেন, যা নারীদের সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।

Leave a Comment