সাধারণত যেসব মহিলারা ইমারজেন্সি পিল গ্রহণ করে থাকেন তাঁদের কাছে নোরিক্স (norix) একটি অতি পরিচিত নাম। সাধারণত অনিরাপদ যৌন মিলনের পর গর্ভধারণ রোধ করতে যেসব ঔষধ খাওয়া হয় সেগুলোর মধ্যে নোরিক্স একটি। তবে কোন ইমারজেন্সি পিল খাওয়ার পূর্বে সেটি খাওয়ার নিয়ম এবং কিভাবে কাজ করে তা জেনে নেয়া আবশ্যক। অনেকেই জানেন না যে নোরিক্স এর কাজ কি বা কোন নিয়ম মেনে এটি খেতে হয়। তাঁদের জন্যই আমরা আজকের লেখাটি সাজিয়েছি।
আজকের এই আর্টিকেলটিতে আমরা নোরিক্স পিল সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করবো আপনাদেরকে। এই খুঁটিনাটি বিষয় গুলো জানা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটি আপনার খাওয়া উচিৎ কিনা বা কিভাবে খাওয়া দরকার।
আরও পড়ুনঃ ইমার্জেন্সি পিল খাওয়ার পর বমি হলে কি করবেন?
Norix পিল কি ইমার্জেন্সি পিল?
হ্যাঁ, Norix একটি ইমারজেন্সি পিল। এটি একটি হরমোনভিত্তিক ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল, যা গর্ভধারণ প্রতিরোধে ব্যবহৃত হয়। এর সক্রিয় উপাদান হলো লেভোনরজেস্ট্রেল (Levonorgestrel)। যারা যৌন সম্পর্কে লিপ্ত হওয়া মাত্রই বাচ্চা নিতে চান না বা যারা গর্ভধারণ এড়াতে চান তাঁদের জন্য Norix 1 একটি অত্যন্ত কার্যকরী ইমারজেন্সি পিল। বলা হয়ে থাকে যে এই নোরিক্স পিল শতকরা ৯৯% ক্ষেত্রেই গর্ভধারণ রোধে কাজ করে।
যেহেতু প্রায় প্রতিটি ঔষধেরই সাইড ইফেক্ট থাকে, হতে পারে সেটা ভালো বা খারাপ। নোরিক্সও এর বাইরে নয়। সাধারণভাবেই ইমারজেন্সি পিল খেলে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তবে যারা নোরিক্স খান বা খেতে চান তাঁদের এই ঔষধটি সম্পর্কে সবকিছু জেনে তারপর গ্রহণ করা ভালো হবে।
Norix পিল খাওয়ার নিয়ম
Norix পিল দেখতে সাধারণ যেকোনো ঔষধের মতোই। আপনি অন্যান্য ঔষধ যেভাবে পানি দিয়ে গিলে সেবন করেন এটিও ঠিক সেভাবেই সেবন করতে হবে। তবে পার্থক্য হচ্ছে এটি সেবনের একটি নির্ধারিত সময়সীমা আছে। এই সময়সীমার পর এই পিলটি খেলে আর কোন কাজ করবেনা, অর্থাৎ আপনি গর্ভধারণ আটকাতে পারবেন না। সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে নারীদেরকে এই পিলটি খেতে হবে।
কোনোভাবে যদি ৭২ ঘণ্টা পার হয়ে যায় তাহলে পিলটি তাঁর কার্যকারিতা হারাবে; অর্থাৎ খাওয়ার পরও এটি শরীরে কাজ করবে না। তবে সবথেকে ভালো হয় যদি পিলটি ১২ ঘণ্টা বা বড়জোর ২৪ ঘণ্টার মধ্যে খাওয়া যায় কারণ এই সময়ের মধ্যে খেলে পিল সবথেকে ভালো কাজ করবে।
যদি আপনি এটি একবার গ্রহণ করে তাকেন তাহলে পরবর্তী মাসিক হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই আর খাওয়া যাবেনা। মনে রাখতে হবে যে এটি যদি পরবর্তী মাসিক হবার আগ পর্যন্ত কয়েকবার খেয়ে ফেলেন তাহলে এটি আর কাজ করবেনা। সুতরাং গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়।
নোরিক্স পিল যারা খেয়ে থাকেন তাঁদের সাধারণত মাসিক চক্র স্বাভাবিকই থাকে, হয়তো কিছু আগে বা পরে মাসিক হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে মাসিক একেবারেই না হতে পারে বা হলেও অতিরিক্ত রক্তপাত হয়। যদি কারো এমন হয় তাহলে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করতে হবে। আরেকটি বিষয়, নোরিক্স পিল খাওয়ার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে যদি কারো বমি হয়ে যায় তাহলে পিলের কার্যকারিতা থাকেনা। এক্ষেত্রে যতদ্রুত সম্ভব আরেকটি পিল খেয়ে নিতে হবে।
নোরিক্স কিভাবে কাজ করে?
নোরিক্স গর্ভধারণ প্রতিরোধ করে মূলত ডিম্বস্ফুটন ঘটাতে না দিয়ে বা এর সময়কে পিছিয়ে দিয়ে। যদি ডিম্বাণু ইতিমধ্যে নির্গত হয়ে থাকে, তাহলে Norix শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রতিরোধে সাহায্য করে। যদি নিষেক ঘটে যায়, তাহলে এই পিলটি জরায়ুর আস্তরণ পরিবর্তন করে, যাতে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসতে না পারে, ফলে গর্ভধারণ আর সম্ভব হয় না।
Norix পিল শরীরে Levonorgestrel নামক কৃত্রিম হরমোন সরবরাহ করে, যা প্রোজেস্টেরনের মতো কাজ করে। মোটকথা, norix গর্ভধারণের প্রাথমিক ধাপেই হস্তক্ষেপ করে, এবং গর্ভাবস্থার শুরু হওয়ার আগেই তা থামিয়ে দেয়।
Norix পিলের পার্শ্বপ্রতিক্রিয়া
Norix খেলে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো গুরুতর হয় না এবং কিছু দিনের মধ্যেই নিজে থেকে সেরে যায়। তাই ঔষধ খাবার পর যদি এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো নিজের মধ্যে অনুভব করেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই। চলুন জেনে নিই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি এবং কিভাবে ঘটেঃ
-
বমি বমি ভাব
এটি নোরিক্সের সবচেয়ে সাধারণ এবং স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া। পিল সেবনের পর অনেকেরই হালকা থেকে মাঝারি বমি বমি ভাব হতে পারে।
-
বমি হওয়া
কিছু ক্ষেত্রে বমি বমি ভাব থেকে বমিও হতে পারে। যদি পিল সেবনের ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বমি হয়, তাহলে পিলের কার্যকারিতা কমে যেতে পারে এবং সে ক্ষেত্রে আরেকটি ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে।
-
মাথাব্যথা
হালকা বা মাঝারি ধরনের মাথাব্যথা দেখা দিতে পারে। এটি কোন স্থায়ী মাথাব্যাথা নয়। সময়ের সাথে আস্তে আস্থে সেরে যায়। তাই এর জন্য নতুন করে কোন ঔষধ খাবার প্রয়োজন নেই।
-
শরীর ঝিমঝিম করা
শরীর দুর্বল বা ঝিমঝিম করাও একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। যেকোনো পিল খেলেই এমনটি হতে পারে। এক্ষেত্রে বারবার অল্প অল্প করে খাবার খেলে ঠিক হয়ে যায়।
-
ক্লান্তি বা অবসন্নতা
পিল সেবনের পর অনেকে অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারেন। কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন যতক্ষণ না শরীর স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। কয়ে ঘণ্টা শুয়ে বা বসে বিশ্রাম নিয়ে নিন।
-
পেটে ব্যথা
পিল সেবনের পর তলপেটে হালকা ব্যথা, মোচড়ানো বা অস্বস্তি অনুভব হতে পারে। এতে ভয় পাওয়া কিছু নেই। কিছু সময় এই ব্যাথা থাকে, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়।
-
মাসিকের তারতম্য
পিল সেবনের পরবর্তী মাসিকে অনিয়ম দেখা দিতে পারে। আপনার পরবর্তী মাসিক নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা আগে বা দেরিতে হতে পারে। এছাড়া মাসিক স্বাভাবিকের চেয়ে হালকা বা ভারী হতে পারে।
এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সাধারণত স্বল্পস্থায়ী হয়, তাই চিন্তার কোন কারণ নেই। বরং এগুলো হবার অর্থ হচ্ছে পিল আপনার শরীরে ঠিকঠাক কাজ করছে। তবে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো যদি স্থায়ী রুপ নেয় তাহলে চিন্তার বিষয় আছে। যদি দীর্ঘ সময় ধরে এগুলো চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Norix পিল কখন খেতে হয়?
সহবাসের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই norix পিলটি খেতে হবে যদ আপনি গর্ভধারণ না করতে চান। তবে যদি ২৪ ঘণ্টার মধ্যে বা তাঁর আগে খেয়ে নিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়। যদি আপনি নিয়মিত পিল খান কিন্তু কোনো দিন ডোজ মিস করেছেন, তখন ইমারজেন্সি নিরাপত্তা হিসেবে Norix পিল খাওয়া প্রয়োজন হতে পারে যা গর্ভধারণ করতে দেয় না।
মনে রাখতে হবে যে ইমারজেন্সি পিল আর নিয়মিত পিল এক নয়, তাই norix আপনি নিয়ম বেঁধে গ্রহণ করতে পারবেন না। এই পিল অতিরিক্ত গ্রহণ করলে এটি আপনার শরীরে পরবর্তীতে আর কাজ করতে পারবেনা। তাই ১ পিল থেকে অন্য পিল গ্রহণের মধ্যবর্তী সময়টি অনেক দীর্ঘ হতে হবে।
নোরিক্স পিল খেলে পিরিয়ড বন্ধ হয় কেন?
নোরিক্স পিল সাধারণত মাসিককে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় না বরং এটি মাসিক দেরিতে হবার কারণ হতে পারে অথবা এর সময়কাল বা ধরন পরিবর্তন করতে পারে। বেশিরভাগ নারীর ক্ষেত্রে, ইমার্জেন্সি পিল নেওয়ার পর পরবর্তী মাসিক নির্ধারিত সময়েই হয়, অথবা সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত দেরিতে হতে পারে।
কাজেই, নোরিক্স পিল খেলে সরাসরি পিরিয়ড বন্ধ হয় না, বরং এটি মাসিক চক্রকে সাময়িকভাবে প্রভাবিত বা পরিবর্তন করে। মাসিক দেরিতে হবার ফলে আপনার মনে হতে পারে পিরিয়ড বন্ধ হয়ে গেছে। আসলে তা নয়।
আসলে এই পিলটি আপনার শরীরে উচ্চ মাত্রার লেভোনরজেস্ট্রেল হরমোন প্রবেশ করায়। এই হরমোনের আকস্মিক বৃদ্ধি আপনার শরীরের প্রাকৃতিক হরমোনের ভারসাম্যকে বিঘ্নিত করে। এছাড়া অনেকসময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ভয় বা ইমার্জেন্সি পিল নেওয়ার কারণে সৃষ্ট মানসিক চাপও কিছু ক্ষেত্রে মাসিকের তারিখকে প্রভাবিত করতে পারে।
Norix খেলে কি ওজন বাড়ে?
Norix ইমার্জেন্সি পিল সেবনের পর সরাসরি এবং দীর্ঘমেয়াদী ওজন বাড়ার কোন সম্ভাবনা নেই। তবে যেহেতু এই ইমারজেন্সি পিলে উচ্চ মাত্রার হরমোন থাকে সেহেতু এটি শরীরে সাময়িকভাবে জল ধরে রাখতে পারে। এর ফলে শরীর কিছুটা ফোলা মনে হয় বা সাময়িকভাবে ওজন কিছুটা বাড়তে পারে। তবে এটি মূলত শরীরের পানির ওজন, চর্বি বা পেশীর কারণে ওজন বৃদ্ধি পেয়েছে এমন নয়।
হরমোনের পরিবর্তনের কারণে সাময়িকভাবে ক্ষুধা সামান্য বেড়ে যেতে পারে । ক্ষুধা বাড়ায় কারণে যখন বেশি বেশি খাবার গ্রহণ করা হয় তখন স্বাভাবিকভাবেই ওজন বৃদ্ধি পাবে। এগুলো ছাড়াও পিল সেবনের পর অনেকে দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে থাকেন, যা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারে যা পরোক্ষভাবে ওজন বাড়ার কারণ। তবে পিলের সরাসরি প্রভাবে ওজন বৃদ্ধি পায় না কখনও, আর এটি স্থায়ীও নয়।
নোরিক্স পিলের দাম বাংলাদেশে
বাংলাদেশে Norix 1 এর খুচরা মূল্য সাধারণত ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে হয়ে থাকে। ই পিল প্রতিদিন সেবনের জন্য নয়। ফার্মেসি বিশেষে দাম অল্প কম বেশি হতে পারে। নোরিক্স এর একটি প্যাকেটে একটিই ট্যাবলেট থাকে। তাই এই একটি ট্যাবলেট এর দামই ৬৫ থেক ৭০ টাকা। তাছাড়া আজকাল অনলাইনেও পাওয়া যাচ্ছে পিলটি। যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে ঔষধের দাম এবং ডেলিভারি চার্জ মিলিয়ে কত পড়ছে তা হিসাব করেই কিনবেন। যদি বেশি হয় তাহলে নিকটস্থ ফার্মেসি থেকে কেনাই ভালো হবে।
FAQ
Norix প্রতিদিন খেতে হয়?
না, যেহেতু এটি একটি ইমারজেন্সি পিল সেহেতু এটি নিয়মিত খাওয়ার উচিৎ নয়। নিয়মিত পিল প্রতিদিন খাওয়া যায় কিন্তু আপনি যদি norix প্রতিদিন বা ঘন ঘন খেতে থাকেন তাহলে এটির ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে। এমনকি ঔষধটি শরীরে কাজ করার সক্ষমতা হারায়।
Norix পিল মিস হলে কী হবে?
Nortix পিল আসলে মিস হবার কোন ব্যাপার নেই। এটি কোন নিয়মিত পিল না, তাই এটি মিস হবার প্রশ্নই আসেনা। জরুরী ক্ষেত্রে গর্ভধারণ ঠেকাতে এটি গ্রহণ করা হয়। তবে হ্যাঁ নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ না করলে এটি কাজ করেনা।
Norix খেলে বাচ্চা হবে না?
Norix পিল খাওয়ার কারণে স্থায়ীভাবে সন্তান না হওয়ার আশঙ্কা নেই। এটির কাজ হলো অনিরাপদ শারীরিক সম্পর্কের পর গর্ভধারণ প্রতিরোধ করা। Norix অস্থায়ীভাবে ডিম্বাণু নির্গমণ বন্ধ বা বিলম্ব করে যাতে গর্ভধারণ সম্ভব না হয় কিন্তু এই প্রভাব সাময়িক। এটি ভ্রূণ নষ্ট করে না, এবং ফার্টিলিটি স্থায়ীভাবে নষ্টও করে না। তাই নোরিক্স কেবল ঐ মুহূর্তের গর্ভধারণ প্রতিরোধ করে, ভবিষ্যতে সন্তান ধারণে বাধা হয় না।
Norix পিল কতদিন খাওয়া নিরাপদ?
আগেই বলেছি যে নোরিক্স একটি উচ্চ মাত্রার হরমোনযুক্ত ইমারজেন্সি পিল। এই উচ্চ মাত্রার হরমোন ঘন ঘন গ্রহণ করলে শরীরের প্রাকৃতিক হরমোনের ভারসাম্যে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া পিল গ্রহণের পর সাধারণভাবে দেখা দেয় সেগুলো স্থায়ী আকার ধারন করতে পারে। এটা শুধুমাত্র ইমার্জেন্সি বা জরুরি প্রয়োজনের জন্য, নিয়মিত নয়।
Norix discontinue করলে কী হয়?
Norix এর ক্ষেত্রে সাধারণত discontinue করার বিষয়টি আসে না কারণ norix কখনও একটানা খেতে হয় না। কেউ জরুরী প্রয়োজনে ১ বার খেলে পরবর্তী কয়েকমাসের মধ্যে এটি আর না খাওয়া ই সবথেকে ভালো। তাই এটি discontinue করলে উল্লেখযোগ্য কোন লাভ বা ক্ষতি হবার আশংকা নেই।