মারভেলন পিল খাওয়ার নিয়মঃ কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

যারা নিয়মিত পিল গ্রহণ করে থাকেন তাঁদের কাছে Marvelon অত্যন্ত পরিচিত একটি পিলের নাম। অন্যান্য প্রথম সারির পিল গুলোর মধ্যে Marvelon একটি এবং এর যথেষ্ট জনপ্রিয়তাও রয়েছে। অনেকেই বলেন যে বাজারে প্রচলিত সকল প্রকার পিলের মধ্যে মারভেলন পিল হচ্ছে সবথেকে ভালো। কিন্তু আপনি কি মারভেলন পিল খাওয়ার নিয়ম জানেন? বা এটি কিভাবে কাজ করে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াই কি – এসব সম্পর্কে অনেকেই জানেন না। 

আজকের আর্টিকেলটি লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মারভেলন পিলের বিস্তারিত জানানো। পিল যতই ভালো হোক না কেন তা সঠিক নিয়ম মেনে না খেলে কাজ হবেনা। তাছাড়া যেকোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই এর ভালো খারাপ উভয় দিক জেনেই গ্রহণ করা উচিৎ। চলুন কথা না বাড়িয়ে এই পিল সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 

আরও পড়ুনঃ ফেমিকন কেন খায়? ফেমিকন ট্যাবলেট খাওয়ার নিয়ম

Marvelon পিল কি ইমার্জেন্সি পিল? 

না, Marvelon কোন ইমার্জেন্সি পিল নয়, বরং এটি একটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল। এটি নিয়ম করে প্রতিদিন খেতে হয়। আপনারা নিশ্চয় ফেমিকন পিল খাওয়ার নিয়ম জানেন, Marvelon পিলও অনেকটা এই নিয়মেই খেতে হয়। ইমার্জেন্সি পিল সাধারণত অরক্ষিত যৌন সম্পর্কের পর জরুরী ভিত্তিতে খাওয়া হয় যেন তা তাৎক্ষনিক শরীরে কাজ করে গর্ভধারণ আটকে দিতে পারে। marvelon পিল যদি আপনি এমন জরুরী অবস্থায় গ্রহণ করেন তাহলে তা কাজ করার সম্ভাবনা খুবই কম, এমনকি নেই বললেই চলে। 

নিয়মিত পিল কখনোই তাৎক্ষনিক বা ৭২ ঘণ্টার মধ্যে কাজ করবে না, এটি নিয়ম করে দীর্ঘ সময় খেতে হয়। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে, marvelon পিল অর্থাৎ এমন যেকোনো নিয়মিত পিলে উচ্চ মাত্রায় হরমোন থাকেনা। অন্যদিকে ইমার্জেন্সি পিলে উচ্চ মাত্রার হরমোনের উপস্থিতি থাকে যা ডিম্বানুকে নিষিক্তকরণে বাধা দেয়। এটি নিয়মিত ব্যবহারের জন্য নয় এবং এর ঘন ঘন ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Marvelon পিল কিসের জন্য?

বাজারে নানান ধরনের জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যায়, তার মধ্যে Marvelon পিল অন্যতম জনপ্রিয়। সঠিক নিয়মে এই ট্যাবলেট সেবন করলে গর্ভধারণের ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি থাকে। তাই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে এটি যেকোনো নারীর একটি বিশ্বস্ত বন্ধু। Marvelon এ রয়েছে নারীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ হরমোন — প্রোজেস্টোজেন ও ইস্ট্রোজেন যা একসাথে কাজ করে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়া বন্ধ করে দেয়, ফলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। শুধু জন্মনিয়ন্ত্রণই নয়, এটি মাসিকের সময় ব্যথা ও অতিরিক্ত রক্তপাত কমিয়ে পিরিয়ডকে তুলনামূলক আরামদায়ক ও হালকা করে তোলে।

Marvelon খাওয়ার নিয়ম

Marvelon পিল হলো একটি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ ওষুধ, যার প্রতিটি প্যাকেটে মোট ২১টি ট্যাবলেট থাকে। প্রতিটি ট্যাবলেটের ওপর সপ্তাহের দিনের নাম লেখা থাকে, যাতে কোন দিন কোন পিল খাওয়া হয়েছে তা সহজে মনে রাখা যায়। সঠিক নিয়মে Marvelon পিল সেবন করলে এটি গর্ভধারণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যায়। আপনাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট একই সময়ে সেবন করতে হবে, এবং এইভাবে প্রতিদিন খেয়ে যেতে হবে যতক্ষণ না পুরো ২১টি ট্যাবলেট শেষ হয়।

যখন ২১টি ট্যাবলেট খাওয়া শেষ হবে, তখন পরবর্তী ৭ দিন কোনো পিল খেতে হবে না। এই ৭ দিনের বিরতির মধ্যে সাধারণত মাসিক শুরু হয়।প্রায়শই শেষ পিল খাওয়ার ২/৩ দিনের মধ্যেই পিরিয়ড শুরু হয়ে যায়। তবে মাসিক শুরু হোক বা না হোক, ৭ দিনের বিরতি শেষে অষ্টম দিনে নতুন প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে। এভাবে প্রতিটি মাসে একটি প্যাকেট শেষ করতে হবে। 

পিল খাওয়ার ক্ষেত্রে টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো দিন নির্দিষ্ট সময়ে পিল খেতে ভুলে যান, তবে যত দ্রুত সম্ভব মনে পড়ার সাথে সাথে তা খেয়ে নিন। তবে যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়ে যায়, তাহলে পিলের কার্যকারিতা কমে যেতে পারে, যার ফলে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায়। তাই সর্বদা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ে পিল খাওয়ার জন্য। নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিলের কার্যকারিতা নির্ভর করে আপনি নিয়মিত এটি খাচ্ছেন কিনা তাঁর উপর। তাই নিয়ম বেঁধে এটি খাওয়া অত্যন্ত জরুরী। 

Marvelon পিলের Side Effect:

Marvelon Pill side effect

Marvelon পিল একটি কার্যকর জন্মনিয়ন্ত্রণ পিল হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এগুলো খুব সাধ্রন কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যা প্রায় সবারি হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। কি কি side effects দেখা দিতে পারে নিচে দেখে নিনঃ 

  • স্তনে ব্যথা

Marvelon পিল সেবনের ফলে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যার কারণে স্তনে হালকা ফোলাভাব বা ব্যথা অনুভূত হতে পারে। অনেক সময় স্তন স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে যায়, বিশেষ করে মাসিকের আগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা কয়েক মাস নিয়মিত ব্যবহারের পর এই ব্যথা ধীরে ধীরে কমে যায়।

  • স্তন থেকে হালকা দুধ নিঃসরণ 

পিলের হরমোনের প্রভাবে স্তন থেকে সামান্য দুধ বা দুধের মতো সাদা তরল বের হতে পারে। এটি খুবই সাধারণ, তবে যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে সেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। 

  • মাথা ব্যথা 

হরমোনের ওঠানামার কারণে মাথা ব্যথা হতে পারে। এই মাথাব্যথা সাধারণত দীর্ঘস্থায়ী হয়না, কিছুসিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে যদি মাথা ব্যথা নিয়মিত বা তীব্র হয়, তবে বিকল্প জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বিবেচনা করতে হতে পারে।

  • মানসিক অবসাদ 

কিছু মহিলার ক্ষেত্রে Marvelon পিল নিয়মিত সেবনের পর মানসিক অবস্থায় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এতে তারা অতিরিক্ত উদ্বেগ, দুঃখ বা বিষণ্নতা অনুভব করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়া সাময়িক হয় এবং ধীরে ধীরে কমে যায়।

  • হালকা বমিভাব 

Marvelon পিল খাওয়ার শুরুতে অনেক মহিলার মধ্যে হালকা বমিভাব অনুভূত হতে পারে। শরীর হরমোনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে এটি ঘটে থাকে। এই বমি বা বমি ভাব সাধারণত কয়েক দিনের মধ্যেই কমে আসে এবং অনেকের ক্ষেত্রে কিছু সময় পর পুরোপুরি চলে যায়। তবে, এই সমস্যাটি অনুভব করলে চেষ্টা পিলটি রাতে খাওয়া সবথেকে ভালো, কারণ এতে পেটের অস্বস্তি ও বমিভাব কমানোর সুযোগ থাকে।

  • সাদা স্রাব নির্গত হওয়া 

এই পিল খাওয়ার পর কারো কারো সাদা স্রাব যেতে পারে। সাধারণ অবস্থায় এটি ক্ষতিকারক নয়। তবে, যদি স্রাবের পরিমাণ বেড়ে যায় এবং সাথে দুর্গন্ধ হয়, যোনিতে চুলকানি হয় বা স্রাবের রঙ পরিবর্তিত হয়, তাহলে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে। 

  • শরীরের ওজনে পরিবর্তন 

কিছু মহিলার শরীরের ওজন সামান্য বেড়ে যাওয়া বা কমে যেতে পারে। এই ওজন বৃদ্ধি বা কমে যাওয়া একেবারেই সাময়িক। একটা নির্ধারিত সময় পরে তা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। মনে রাখবেন খাদ্যের কারণে এই ওজন বাড়েনা বা কমে না। তাই চিন্তার কিছু নেই। 

Marvelon খাওয়ার সময় কী সাবধানতা অবলম্বন করতে হয়? 

মারভেলন পিল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সব্ধানতা অবলম্বন করতে হবে। ভুল সময়ে পিল খাওয়া বা পিল খেতে ভুলে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যাকে পাত্তা না দিয়ে পিল গ্রহণ করতে থাকা আপনাকে আরও জটিল সমস্যায় ফেলতে পারে,। তাই এই সতর্কতা গুলো অবশ্যই জরুরীঃ 

  1. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পিল খাওয়ার অভ্যাস করতে হবে।
  2. যদি আপনি একটি পিল খেতে ভুলে যান এবং মনে পড়ার পর ১২ ঘণ্টার মধ্যে সেটি খেয়ে ফেলুন। 
  3. পিল খাওয়ার ৩/৪ ঘণ্টার মধ্যে যদি আপনার বমি হয় তাহলে আরেকটি পিল খেয়ে নিতে হবে। 
  4. আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের সম্ভাবনা থাকে, তাহলে Marvelon সেবন করা যাবে না। 
  5. পিল খাওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘ সময় চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 
  6. যাদের শরীরে জটিল কোন সমস্যা আছে তাঁদের অবশ্যই ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। 

Marvelon পিল এর দাম

মারভেলন পিলের ২১ টি বড়ির একটি পাতার দাম ১০৫ টাকা। পূর্বে দাম এর থেকে কিছুটা কম ছিলো। পিলটি ক্রয় করার সময় ফার্মেসি থেকে আগে দাম শুনে নিবেন। এখন অনলাইনেও এসব ওষুধ পাওয়া যায়। তবে অনলাইন থেকে অর্ডার করার পূর্বে দেখতে হবে যে ডেলিভারি চার্জ আর ওষুধের দাম মিলে বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি বেশি হয় তাহলে কাছাকাছি কোন ফার্মেসি থেকে কিনে নেওয়াই ভালো। 

FAQ

Marvelon খাওয়ার পর কি মাসিক এর সমস্যা হয়?

না, এই পিল খাওয়ার পর মাসিকের কোন সমস্যা হয়না, বরং মাসিক স্বাভাবিকভাবেই চলতে থাকে। ২১ টি পিল খাওয়ার পরবর্তী ৭ দিনেই মাসিক হবার কথা। যদি না হয় তাহলে চিন্তা করবেন না। পিল চলাকালীন মাসিকের শিডিউল একটু পরিবর্তন হতে পারে, তবে এটিকে সমস্যা বলা যায় না।  

Marvelon পিল কি ব্রণ কমায়?

ব্রণ হওয়ার একটি প্রধান কারণ হলো শরীরে অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোনের মাত্রা বেশি থাকা। Marvelon পিলের মধ্যে থাকা দুটি নারী হরমোন – ই স্ট্রোজেন এবং প্রোজেস্টিন। এই দুইটি হরমোন অ্যান্ড্রোজেনের প্রভাব কমাতে সাহায্য করে। ফলে ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণে আসে এবং ব্রণ কমে যায়। তবে এই প্রভাব সঙ্গে সঙ্গে দেখা যায় না; সাধারণত পিল নিয়মিত সেবনের পর ২ থেকে ৩ মাসে এর উন্নত লক্ষণীয় হয়।

Marvelon পিল খেয়ে ওজন বাড়ে?

অন্যান্য পিলের মতোই marvelon পিল খেলেও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি নিয়মিত খেতে খেতে প্রথম কিছুদিন শরীরের ওজন পূর্বের তুলনায় বেড়ে যায় অথবা কমে যায়। ওজন বৃদ্ধি সাধারণত খাওয়ার কারণে হয়না। পিল শরীরে সাময়িকভাবে কিছুটা পানি ধরে রাখার ফলে শরীরের ওজন বেড়ে যায়, তবে এটি স্থায়ী নয়। কিছুদিন পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। 

Marvelon পিল কবে বন্ধ করা উচিত?

যদি আপনি গর্ভধারণ করতে চান, তখন পিল বন্ধ করতে হবে। পিল বন্ধ করার পর কয়েক মাসের মধ্যে প্রজননক্ষমতা স্বাভাবিকভাবে ফিরে আসে। কিছু নারী পিল সেবনের কারণে কিছু শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন। যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো তীব্র হয় বা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে পিল বন্ধ করে অন্য কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে নিজে থেকে হঠাৎ পিল বন্ধ করা ঠিক নয়, অবশ্যই এর আগে চিকিৎসকের সাথে কথা বলতে হবে। 

Marvelon পিল খেতে ভুললে কী হয়?

যেহেতু marvelon একটি নিয়মিত পিল সেহেতু এটি একবার খেতে ভুলে গেলে তা পরবর্তী পিলের কার্যকারিতার উপরেও প্রভাব ফেলতে পারে। যদি আপনি একটি পিল খেতে ভুলে যান এবং মনে পড়ার পর ১২ ঘণ্টার মধ্যে সেটি খেয়ে ফেলেন, তাহলে কার্যকারিতা ঠিক থাকবে। এক্ষেত্রে যদি একদিনে দুইটি পিল খেতে হয় তাহলেও তাই খেতে হবে কিন্তু একটি পিলও বাদ দেয়া যাবেনা। মনে রাখবেন, ভুলে যাওয়া পিল ১২ ঘণ্টার মধ্যে না খেলে এটি আর কাজ করবেনা। 

Marvelon পিল খাওয়ার কত দিন পর পরে পিরিয়ড হবে?

সাধারণত ২১ টি পিল খাওয়া শেষ হওয়ার পর ২/৩ দিনের মধ্যেই পিরিয়ড শুরু হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে কয়েকদিন দেরিও হতে পারে। যদি আপনি ২১ দিনের সব পিল সঠিকভাবে খেয়ে থাকেন এবং কোনো পিল খেতে ভুলে না গিয়ে থাকেন, তবে পিরিয়ড না হলেও চিন্তার কারণ নেই। এমনিতেই পিল খেলে পিরিয়ডের সময় একটু আগপিছ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মিত হয়।

Author

  • ডাঃ তানহা একজন নিবেদিতপ্রাণ মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। অভ্যন্তরীণ রোগ ও নারীস্বাস্থ্য বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য প্রচারে বিশ্বাসী। Emergencypillbd.com-এ তিনি নিয়মিতভাবে প্রেগন্যান্সি, পিরিয়ড, ইমার্জেন্সি পিল এবং নারীস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ লেখা শেয়ার করে থাকেন, যা নারীদের সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।

Leave a Comment