রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের তালিকা

উত্তরবঙ্গে উন্নত মানের এবং বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে পরিচিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে চিকিৎসার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিড় করে থাকে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করে থাকায় রোগীরা সন্তুষ্ট থাকেন। তবে অনেকেই জানেন না হাসপাতালটিতে কোন কোন বিশেষজ্ঞ ডাক্তার দায়িত্বে আছেন। 

তাই আপনাদের সুবিধার্থে আজকে আমার এই পোস্টের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের তালিকা সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যাতে আপনারা হাসপাতালে গিয়ে কোন প্রকার হয়রানির শিকার না হন। যারা ডাক্তারদের তালিকা এবং মোবাইল নম্বর জানতে আগ্রহী, তারা অনুগ্রহ করে আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আশা করা যায়, আমাদের এই তথ্যপূর্ণ পোস্টের মাধ্যমে আপনি প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে সক্ষম হবেন এবং উপকৃত হবেন।

আরও পড়ুনঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহ ডাক্তারের তালিকা

রংপুর মেডিকেল কলেজ সম্পর্কেঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি সাধারণ চিকিৎসা কেন্দ্র নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জন্য স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মূল ভরসাস্থল হিসেবে কাজ করে আসছে। এটি শুধু একটি হাসপাতাল নয়, একইসাথে একটি শিক্ষাপ্রতিষ্ঠানও, যেখানে ভবিষ্যতের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি এখানে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরির মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা রয়েছে। তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত সেবা পাওয়ার জন্য অনেক রোগী এখানেই ভরসা খুঁজে পান।

এই হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষার বিস্তৃত ব্যবস্থা রয়েছে। সাধারণ শারীরিক সমস্যা থেকে শুরু করে জটিল রোগের কারণ নির্ণয় পর্যন্ত সব ধরনের পরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হয়। রক্ত, প্রস্রাব, মলসহ প্রয়োজনীয় সব পরীক্ষাই এখানে আধুনিক পদ্ধতিতে সম্পাদিত হয়, যা রোগ নির্ণয়ে নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন শুধু রংপুর থেকেই নয়, পার্শ্ববর্তী জেলা ও অঞ্চল থেকেও।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের তালিকাঃ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসংখ্য অভিজ্ঞ ডাক্তার রয়েছেন যারা নিয়মিত রোগী দেখছেন। এত ডাক্তারের তালিকা আসলে করা সম্ভব নয়। তাই আমরা কয়েকজনের একটি তালিকা দিচ্ছি এখানে। এছাড়া হাসপাতালে গেলে আপনারা আরও ডাক্তার সম্পর্কে জানতে পারবেন। 

ডাক্তারের নাম বিশেষজ্ঞ  যোগ্যতা ফোন নাম্বার পরামর্শের সময় 
ডাঃ জাহান আফরোজা খানম লাকী ক্যান্সার বিশেষজ্ঞ এমবিবিএস, এমফিল (রেডিওথেরাপি) +৮৮০৫২১-৬২৭৬৮ ৪.০০টা থেকে রাত ১০.০০টা
ডাঃ অমরেশ চন্দ্র সাহা মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফএসিপি (আমেরিকা) +৮৮০১৭৫৪-৫৪৭০৯৭ বিকাল ৪.০০টা থেকে রাত ৯.০০টা {শুক্রবারে সকাল ১০.০০টা – রাত ১০.০০টা}
ডাঃ মোঃ আতাউর রহমান চক্ষু বিশেষজ্ঞ, মাইক্রো ও লেজার সার্জন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (চক্ষু), বিএসএমএমইউ +৮৮০১৭১৮-৯৯৭৫২০ বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা (শুক্রবার বন্ধ)
ডাঃ আনিসা বেগম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ-সার্জন এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস +৮৮০১৭৩৩-০০৮০৮৮ বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা
ডাঃ মোঃ আবু জাহিদ বসুনিয়া কনসালটেন্ট, কার্ডিওলজী বিভাগ এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজী +৮৮০১৭১৮-৯৯৭৫২০ বিকাল ৪.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা (শুক্রবারে বন্ধ)
ডাঃ মোঃ আব্দুল আজীম নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগ এমবিবিএস, এফসিপিএস (ইএনটি) +৮৮০১৭১৮-৯৯৭৫২০, ০৫২১-৬৮০৩১ সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৯.০০টা
ডাঃ মোঃ আনোয়ারুল হক সার্জারি বিশেষজ্ঞ ও আবাসিক সার্জন এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)

জেনারেল, কোলোরেস্টাল ও ল্যাপারস্কপিক সার্জন

বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা
ডাঃ মোঃ আশফাকুর রহমান (রোমেল) হাড় জোড়া, বাত-ব্যথা বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এম এস (অর্থো-সার্জারি) বিকাল ৩.০০টা থেকে রাত ৯.০০টা
ডাঃ আয়েশা নাসরীন সুরভী জেনারেল সার্জন ও ব্রেস্ট, পাইলস্ বিশেষজ্ঞ এমবিবিএস; এমএস (সার্জারি), এফসিপিএস (জেনারেল ও ল্যাপারস্কনিক) ০৫২১-৬১১১৬, +৮৮০১৭০১-২৬৪৭১৭ দুপুর ২.০০টা থেকে রাত ৮.০০টা (শুক্রবারে বন্ধ)
ডাঃ মোঃ আরিফুল ইসলাম (সোহেল) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাব বিশেষজ্ঞ এমবিবিএস, এফসিপিএস ০৫২১-৫৩৮৯১, +৮৮০১৭৫৪-৫৪৭০৯৭ বিকাল ৪.০০টা থেকে রাত ৯.০০টা (শুক্রবারে বন্ধ)

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের খরচঃ

Rangpur Medical College cost 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা খরচ অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক কম এবং সাধারণ মানুষের আয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। যেহেতু এটি একটি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, তাই এখানে রোগীরা স্বল্প খরচে মানসম্মত সেবা গ্রহণ করতে পারেন। সরকারি হাসপাতাল হওয়ায় এখানকার ল্যাবরেটরি বা ডায়াগনস্টিক পরীক্ষার খরচ বাইরের বেসরকারি ল্যাবরেটরিগুলোর তুলনায় অনেক কম হয়। কিছু পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি দিতে হয়। বেড/ কেবিনের ভাড়া ৫০০ টাকা – ১,৫০০ টাকার মধ্যে থাকে। তবে এসি/নন-এসি কেবিনের উপর নির্ভর করে ভাড়ায় আরও কিছু তারতম্য আসতে পারে। 

আরও পড়ুনঃ বারডেম হাসপাতালের ডাক্তারদের তালিকা

FAQs

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোন কোন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়?

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সব গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগেই বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়, যাতে উত্তরবঙ্গের রোগীরা এক জায়গায় পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারেন। এখানে মেডিসিন, সার্জারি, গাইনী ও প্রসূতি, শিশু বিভাগ, অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌন রোগ, কার্ডিওলজি, নিউরোমেডিসিন, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডেন্টাল, মনোরোগসহ আরও বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

হাসপাতালের ডাক্তারের মোবাইল নম্বর বা সিরিয়াল নম্বর কীভাবে জানা যাবে?

হাসপাতালের রিসেপশন কাউন্টার বা আউটডোর রেজিস্ট্রেশন ডেস্কে যোগাযোগ করলে আপনি নির্দিষ্ট বিভাগের ডাক্তারের নাম, চেম্বারের সময়সূচি এবং সিরিয়াল নেওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য পাবেন। হাসপাতালের নোটিশ বোর্ডে নিয়মিতভাবে ডাক্তারের তালিকা ও যোগাযোগ নম্বর ঝুলিয়ে রাখা হয়, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নাম, বিভাগ এবং চেম্বারের সময় উল্লেখ থাকে।

কতদিন পরপর হাসপাতালের ডাক্তারের তালিকা হালনাগাদ করা হয়?

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের তালিকা সাধারণত নির্দিষ্ট সময় অন্তর বা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হয়। সাধারণত প্রতি ৩ থেকে ৬ মাস পরপর তালিকা আপডেট করা হয়, যাতে নতুন যোগদানকারী ডাক্তারদের নাম অন্তর্ভুক্ত করা যায় এবং স্থানান্তর বা অবসরপ্রাপ্ত চিকিৎসকদের তথ্য বাদ দেওয়া হয়। এই নিয়মিত আপডেটের মাধ্যমে রোগীরা সঠিক সময়ে সঠিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Author

  • ডাঃ তানহা একজন নিবেদিতপ্রাণ মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। অভ্যন্তরীণ রোগ ও নারীস্বাস্থ্য বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সঠিক ও প্রমাণভিত্তিক তথ্য প্রচারে বিশ্বাসী। Emergencypillbd.com-এ তিনি নিয়মিতভাবে প্রেগন্যান্সি, পিরিয়ড, ইমার্জেন্সি পিল এবং নারীস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ লেখা শেয়ার করে থাকেন, যা নারীদের সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।

Leave a Comment