ইনডেভার ১০ এর কাজ কি – কেন খায়, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

দৈনন্দিন জীবনে মানুষকে নানান ধরণের ওষুধের প্রয়োজন হয়ে থাকে। এখন অধিকাংশ মানুষেরা একেক সময় একেক ধরণের রোগে আক্রান্ত হয় যার ফলে তারা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকে। কিছু স্বাভাবিক অসুখ রয়েছে যেগুলো প্রায় সবারই থেকে থাকে যেমন উচ্চ রক্তচাপ, ইগ্রেনের সমস্যা, বুক ধরফড় করা ইত্যাদি।

এই পোষ্টে আমরা ইনডেভার ১০ ওষুধ সম্পর্কে আলোচনা করেছি। এই ওষুধ এসব সমস্যার সমাধানের জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আজকের আর্টিকেলে আমরা ইনডেভার ১০ এর কাজ কি, কেন খায়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি সহ আরও বিস্তারিত আলোচনা করব।

ইনডেভার ১০ কেন খায়

ইনডেভার ১০ হলো একটি খুব পরিচিত ঔষধ, যা আমাদের হৃদপিণ্ড এবং রক্তচাপের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করা হয়। এর মূল উপাদান হলো প্রোপ্রানলল। এই ঔষধটি বিটা-ব্লকার নামে পরিচিত একটি শ্রেণীর অন্তর্ভুক্ত।

মূলত ইনডেভার খাওয়ার প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য। যদিও এই ওষুধটির প্রধান কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। ইনডেভার ১০ মূলত হৃদপিণ্ডের ওপর চাপ কমিয়ে এবং হৃদস্পন্দন স্বাভাবিক করে কাজ করে। এটি যেসব কারনে ব্যবহার করা হয়, সেগুলো হলো:

  • প্রাথমিক উচ্চ রক্তচাপ
  • এনজিনা পেক্টরিস
  • হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন
  • থাইরোটক্সিকোসিস
  • উদ্বিগ্নতা
  • মাইগ্রেন প্রতিরোধ ইত্যাদি।

বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষেরই মাইগ্রেনের ও উদ্বিগ্নতা সমস্যা হয়েই থাকে। এই সমস্যাগুলো থেকে স্থায়ী ভাবে মুক্তি পেতে চাইলে ইনডেভার ১০ খেতে পারেন। তবে মনে রাখবেন, ইনডেভার ১০ একটি প্রেসক্রিপশনের ঔষধ। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়।

ইনডেভার ১০ এর কাজ কি 

সহজ ভাষায় বলতে গেলে এটি হলো আমাদের হৃদপিণ্ডের জন্য একটি রক্ষাকবচ। এটি হৃদপিণ্ডের ওপর থেকে চাপ কমিয়ে তাকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। এর মূল উপাদান হলো প্রোপ্রানলল। এই ওষুধ মানুষের দেহের ভিতরে মারাত্মক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই ওষুধ যেসব রোগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে তা হচ্ছেঃ

  • দুশ্চিন্তা দূর করে
  • ঘাড় ব্যথা নিরাময় করে
  • উদ্বিগ্নতা দূর করে
  • মাইগ্রেন প্রতিরোধ করে
  • মানসিক চাপ কমায়
  • নিঃশ্বাসের সমস্যা নিরাময় করে
  • প্রেশারের সমস্যা নিরাময় করে
  • বুকে ধবধব করা বন্ধ করে
  • প্রাথমিক উচ্চ রক্তচাপ কমায়
  • হৃদপিণ্ড অস্বাভাবিক হৃদস্পন্দন কমায়

সাধারনত উপরের উল্লিখিত সমস্যার জন্য এ ওষুধ খাওয়া হয়। এ ওষুধের কাজই হচ্ছে উপরোক্ত সমস্যা গুলোর নিরাময় করা। আপনি বা আপনার আশেপাশের কেউ যদি এ ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাকে ইনডেভার ১০ ওষুধটি খাওয়ানো যেতে পারে।

ইনডেভার ১০ খাওয়ার নিয়ম

ইনডেভার ১০ অভিজ্ঞ চিকিৎসকগণ মূলত ডোজ হিসাবে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকেরা ব্যক্তির বয়স ও ওজনের উপর ভিত্তি করে সেবনের পরিমাণ নির্ধারণ করেন। তবে অধিকাংশ সময় চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে সেবনের পরামর্শ দিয়ে থাকে। তবে আপনি যদি সঠিক তথ্য জানতে চান তাহলে সবচেয়ে উত্তম চিকিৎসকের সাথে পরামর্শ করা।

ইনডেভার ১০ একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এটি খাওয়ার সঠিক নিয়ম জানা খুব জরুরি, কারণ এর কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া দুটোই নির্ভর করে আপনি এটি কীভাবে খাচ্ছেন তার ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আপনার ডাক্তারের দেওয়া ডোজ এবং সময়সূচি কঠোরভাবে মেনে চলুন।

ডাক্তার আপনার শারীরিক অবস্থা এবং রোগের ধরন অনুযায়ী ডোজ নির্ধারণ করে দেবেন। নিজে নিজে ডোজ কমাবেন না বা বাড়াবেন না। প্রতিদিন একই সময়ে ঔষধটি সেবন করার চেষ্টা করুন। এতে করে আপনার শরীরের ওপর ঔষধের মাত্রা নিয়মিত থাকবে এবং এর কার্যকারিতা বজায় থাকবে।

ডাক্তারের পরামর্শ ছাড়া ইনডেভার সেবন হঠাৎ করে বন্ধ করবেন না। এটি হঠাৎ বন্ধ করলে বুকে ব্যথা, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে। যদি এটি বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে ধীরে ধীরে ডোজ কমিয়ে আনতে হবে, যা ডাক্তার আপনাকে বলে দেবেন।

ইনডেভার ১০ একটি প্রেসক্রিপশন ঔষধ, তাই সঠিক নিয়মে সেবন করলে এটি আপনার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করবে।

ইনডেভার ১০ খাওয়ার আগে না পরে

আমরা আপনাদের সুবিধার কথা ভেবে আজকের পোষ্টের এই অংশে জানিয়ে দিব যে খাওয়ার আগে না পরে খেতে হয়। চিকিৎসকরা এটি মূলত খাওয়ার পরেই খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। কারণ খাওয়ার পরে আমাদের দেহে শক্তি তৈরী হয় যাতে এর কার্যকারিতাকে আরো বৃদ্ধি করে সক্ষম হয়।

তাই আপনারা ইনডেভার ১০ অবশ্যই খাওয়ার পরে বা ভরা পেটে সেবন করবেন। এতে করে এটি শরীর ভালোভাবে শোষণ করতে পারে এবং পেটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। সাধারণত দিনে দুই বা তিনবার খাবার খাওয়ার পর এটি সেবনের পরামর্শ দেওয়া হয়।

আশা করি আপনারা ইতিমধ্যে ইনডোভার ১০ কখন খেতে হবে এই সম্পর্কে জানতে পেরেছেন। তবে একটা বিষয় খেয়ার রাখবেন সেটি হচ্ছে চিকিৎসকের নির্দেশনা ছাড়া কখনোই এই ওষুধ সেবন করবেন না।

জেনে নিনঃ

Feglo fz ট্যাবলেট এর কাজ কি – খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

ইনডেভার ১০ কতদিন খেতে হয়

চিকিৎসকেরা মুলত ইনডেভার ওষুধ এক মাস বা ৩০ দিন খাবার নির্দেশনা দেন। আর যদি রোগীর অসুস্থতা জটিল হয় তাহলে এই ট্যাবলেটটি ৪০ থেকে ৪৫ দিন সেবন করার নির্দেশনা দেন। যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছে তারা মূলত রোগীর অবস্থা এবং রোগের ধরণ মোতাবেক নির্দেশনা দিয়ে থাকেন।

তাই এটি সঠিকভাবে বলাটা কঠিন। তারা নানান ধরণের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে থাকেন এবং রোগের ধরন মোতাবেক সেবনের পরামর্শ দেন। তাই আপনি যদি এই সমস্যার অন্তর্ভুক্ত হন তাইলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।

ইনডেভার ১০ বেশি খেলে কি হবে

ইনডেভার ১০ বিশেষ করে আমাদের শরীরের রক্তচাপ বুক ধরফর দুশ্চিন্তা প্রস্রাবের সমস্যা প্রস্রাবে জ্বালাপোড়া মাথাব্যথা মাইগ্রেনের সমস্যা ইত্যাদি। সাধারণত এই সমস্যাগুলো খুব কম বয়সী মানুষ থেকে শুরু করে বয়স্ক সকল মানুষেরই হয়ে থাকে। তবে আমাদের শরীরের ব্যাকটেরিয়া কিছু কিছু সময় অনেক উপকার করে এবং কিছু কিছু সময় অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।

আর সেজন্যই বিশেষজ্ঞ ডাক্তারেরা ইনডেভার ১০ এই ওষুধটি সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে এর আগে অভিজ্ঞ ডাক্তারেরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগীর অবস্থান অনুযায়ী সে ওষুধগুলো খাওয়ানোর নিয়ম সম্পর্কে জানিয়ে দেন।।

আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ বেশি সেবন করেন তাহলে আপনার উপকারের চেয়ে ক্ষতি আরও অনেক বেশি হতে পারে। যেমন

  • প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতে পারে
  • দেহে চুলকানির প্রভাব দেখা দিতে পারে
  • এলার্জির সমস্যা দেখা দিতে পারে
  • বুকের মধ্যে ধবধব বেশি করতে পারে
  • ঘাড়ের রগ টেনে ধরতে পারে ইত্যাদি।

উল্লিখিত ক্ষতিকর প্রভাবগুলো ছাড়াও আরও  অন্যান্য জটিল সমস্যা দেখা দিতে পারে। এজন্য শুধু এই ওষুধই নয় বরং কোন ধরণের ওষুধ বেশি সেবন করা উচিত নয়।

সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারেরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে বলে। এরপর সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা রোগীর ঔষধ খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন।

ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রত্যেকটা জিনিসের যেমন উপকারিতা ও অপকারিতা রয়েছে।ঠিক তেমনি ইনডেভার 10 এর উপকারিতার পাশাপাশি ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে আপনাদের সুবিধার জন্য এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব।

আপনারা যারা এই ওষুধটি দীর্ঘদিন যাবত খাচ্ছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান। এই ওষুধের কি কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে চলন এবার জেনে নেওয়া যাক।

  • অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
  • এলার্জি জনিত সমস্যা হওয়া।
  • ক্ষুধার পরিবর্তন হতে পারে।
  • ডায়রিয়া হতে পারে।
  • চুলকানি জনিত সমস্যা হতে পারে।
  • মাথা ঘুরতে পারে।
  • মেজাজের পরিবর্তন হতে পারে।
  • অবসন্নতা হতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • অতিরিক্ত ঘুম হওয়া।
  • পেশী দুর্বলতা হতে পারে।
  • পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি।

ইনডেভার ১০ এর দাম কত

বর্তমানে ইনডেভার ১০ ট্যাবলেট প্রতি পাতার দাম প্রায় ১১ টাকা। এক পাতায় ২০টি ট্যাবলেট থাকে। সুতরাং, প্রতি পিস ট্যাবলেটের দাম পড়ছে প্রায় ০.৫১ টাকা। তবে, দামের সামান্য হেরফের হতে পারে। আপনার নিকটস্থ ফার্মেসিতে দাম যাচাই করে নেওয়া ভালো।

লেখকের শেষ মতামত

ইনডেভার ১০ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ, যা হৃদপিণ্ড এবং রক্তচাপের সমস্যার জন্য ব্যবহার করা হয়। এটি উচ্চ রক্তচাপ, বুকের ব্যথা, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা এবং এমনকি মাইগ্রেনের মতো সমস্যা নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। আপনার যদি হৃদপিণ্ড বা রক্তচাপের সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনডেভার ১০ সেবন করলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারবেন।

Author

  • Dr. Jannatul Ferdous

    ডাঃ জান্নাতুল ফেরদৌস গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী ও অবস বিভাগের অধ্যাপক। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনী এন্ড অবস), এমএস (অবস এন্ড গাইনী) ডিগ্রিধারী এবং প্রজনন হরমোন ও বন্ধ্যাত্ব এবং এআরটি বিশেষজ্ঞ। তিনি ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে স্ত্রীরোগ ক্যান্সার বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবেও কাজ করেন।

Leave a Comment